• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

নাতির লাঠির আঘাতে দাদির মৃত্যু

আরটিভি নিউজ

  ০৫ মে ২০২৪, ১৭:০৬
ময়মনসিংহ
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহের জেরে নাতির লাঠির আঘাতে জুলেখা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (৪ মে) রাত ৮টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের কুল্লাবর গ্রামে এ ঘটনা ঘটে।

জুলেখা খাতুন ওই গ্রামের মৃত শামছুল হক খান সাঈদ মাস্টারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলেখা খাতুনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার ছেলে আনোয়ারের স্ত্রী সেলিনা আক্তারের বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার রাতে জুলেখা খাতুনের সঙ্গে সেলিনার ঝগড়া হয়। একপর্যায়ে সেলিনা খাতুনের ছেলে আশিক ও আশিকের স্ত্রী চাঁদনী ওই ঝগড়ায় সামিল হন। ওই সময় নাতি আশিকের হাতে থাকা লাঠি দিয়ে জুলেখা মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে। এ সময় জুলেখার ছেলে আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৪৫), নাতি আশিক (২৬) ও নাত-বৌ চাঁদনীকে (২০) আটক করা হয়।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন 
কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি
বাঁশঝাড়ের মাথায় উঠলেন গৃহবধূ, অতঃপর...
বিপ্লবের চেতনা সরকার ও বিএনপি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান