• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

৬ মাসব্যাপী ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ মে ২০২৪, ১৮:৩১
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইনে ফ্রিল্যান্সার উদ্যোক্তা তৈরি করতে ৮০ জন শিক্ষিত নারী নিয়ে ৬ মাসব্যাপী ফ্রি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ মে) বিকেলে উপজেলার গোপদিঘি জিন্নাতুননেসা উচ্চবিদ্যালয় হলরুমে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেন।

‌জানা গেছে, ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ প্রতিপাদ্য নিয়ে মিঠামইনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ‘হার পাওয়ার প্রকল্পে’র অধীনে দ্বিতীয়ধাপে গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বিষয়ক ফিল্যান্সার প্রশিক্ষণ বিনামূল্যে অনুষ্ঠিত হবে।

মিঠামইন, অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮০ জন শিক্ষিত নারীকে গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। ৬ মাস প্রশিক্ষণ শেষে আগামী অক্টোবর মাসে বিনামূল্যে সকল প্রশিক্ষনার্থীকে বিনামূল্যে ল্যাপটপ প্রদান করা হবে।

প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন গোপদিঘি জিন্নাতুননেসা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমান রতন, হার পাওয়ার প্রজেক্ট কোর্স কোয়াডিনেটর ফয়সাল আহম্মেদ, ট্রেইনার হার পাওয়ার প্রজেক্ট, তন্ময় দাস তমাল, মো. ফরিদুল ইসলাম এবং প্রশিক্ষণার্থী লীজা সুলতানা প্রমুখ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৮ জেলায় ২৮ হাজার ৮০০ জনকে দেওয়া হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
কিশোরগঞ্জে মাদরাসাছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম: সভাপতি সোহেল, সম্পাদক তানভীর
কিশোরগঞ্জে ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার