• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

স্ত্রীকে ভিডিও কলে রেখে আনসার সদস্যের আত্মহত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ মে ২০২৪, ০১:৫৩
ছবি : প্রতীকী

স্ত্রীকে ভিডিও কলে রেখে আরিফুল ইসলাম (৩৫) নামে এক আনসার সদস্য আত্মহত্যা করেছেন।

রোববার (৫ মে) রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহতে এই ঘটনা ঘটে। ডিঙ্গেদহ আনসার ব্যাটালিয়নে সিপাহি হিসেবে কর্মরত আরিফুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার জয়দেবপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

চুয়াডাঙ্গা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সদর উপজেলার ডিঙ্গেদহ আনসার ব্যাটালিয়নের পার্শ্ববর্তী উসমান গনির ভাড়া বাড়িতে আরিফুল ইসলাম সপরিবার নিয়ে থাকতেন। বৃহস্পতিবার ছুটিতে সপরিবার দিনাজপুর যান। রোববার (৫ মে) তিনি একা ফিরে আসেন। যতদুর জানতে পেরেছি, দাম্পত্য কলহে স্ত্রীকে ভিডিও কলে রেখেই আরিফুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, বিষয়টি জানতে পের ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছিলাম। তারা মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্রুত মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যা
চুয়াডাঙ্গায় সপ্তাহে ৫ দিন বাসে শিক্ষার্থীদের জন্য ‘হাফ ভাড়া’
আমিরাতের ভিসা উন্মুক্ত হবে ফেব্রুয়ারিতে: ইউএই রাষ্ট্রদূত
রূপগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা