• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বাড়ছে সুনামগঞ্জে নদ-নদীর পানি, আতঙ্কে ২৫ লাখ মানুষ

আরটিভি নিউজ

  ০৬ মে ২০২৪, ১৩:২২
বাড়ছে সুনামগঞ্জে নদ-নদীর পানি, আতঙ্কে ২৫ লাখ মানুষ
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারাসহ সকল নদ-নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ সকল নদীর পানি ৯ সেন্টিমিটার বেড়েছে। এ সময়ের মধ্যে সুনামগঞ্জে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন জেলার ২৫ লাখ মানুষ।

সোমবার (৬ মে) সকালে এমন তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

তিনি জানান, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে সুনামগঞ্জে পাহাড়ি ঢল নামছে। এতে এ জেলার সুরমা, রক্তি, যাদুকাটাসহ সকল নদ-নদীর পানি বাড়ছে।

তিনি আরও জানান, আশার কথা হলো সুনামগঞ্জে যেসব হাওর রয়েছে সেখানে পানি প্রবেশ করেনি। এই মুহূর্তে সুনামগঞ্জে বড় ধরনের বন্যার শঙ্কা নেই।

এদিকে স্থানীয়রা বলছেন, দ্রুত গতিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তারা আতঙ্কে আছেন।

উল্লেখ্য, ২০২২ সালে এই ভাটির জেলায় যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটার ক্ষত এখনও ভোলেননি এই অঞ্চলের মানুষ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুনামগঞ্জে নাক-কান কাটা যুবকের মরদেহ উদ্ধার, আটক ৩
সুনামগঞ্জ সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ
সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত, পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির প্রতিবাদ
সুনামগঞ্জে সাবেক মেয়রসহ ৫ নেতা দুদিনের রিমাণ্ডে