যশোরে ট্রাক্টরচাপায় গৃহবধূ নিহত, আহত ৩
যশোরের শার্শায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী রিতা রাণী (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী মিলন গোলদার ও তাদের শিশুকন্যা এবং মোটরসাইকেলচালক আহত হয়েছেন।
সোমবার (৬ মে) যশোর-সাতক্ষীরা সড়কের জামতলা মবিল ফ্যাক্টরির সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিতা রাণী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কুমারপুর গ্রামের মিলন গোলদারের স্ত্রী এবং শার্শার গোড়পাড়া পোতাপুর গ্রামের কিনা মণ্ডলের মেয়ে।
আহতরা হলেন- নিহতের স্বামী মিলন গোলদার (৩০), তাদের শিশুকন্যা প্রিয়া (২) এবং মোটরসাইকেলচালক শ্যামনগর উপজেলার গড়কুমারপুর গ্রামের রুহুল কুদ্দুস সানার ছেলে আসমাতুল্লা (৩৫)।
আহত মিলন মিয়া বলেন, সকালে শ্যামনগর থেকে মোটরসাইকেলে করে আমার শ্বশুরবাড়ি শার্শার গোড়পাড়ায় যাচ্ছিলাম। পথিমধ্যে বাগআঁচড়া জামতলা মবিল ফ্যাক্টরির সামনে পৌঁছালে মাটিবাহী একটি ট্রাক্টর আমাদের চাপা দেয়। এ সময় আমার স্ত্রী মারা যায় এবং আমার ছোট মেয়েসহ আমরা আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাভারণ হাইওয়ে থানার এসআই সিদ্ধার্থ।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ট্রাক্টরটি পালিয়ে গেছে। এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন