টাঙ্গাইলে কাভার্ডভ্যান-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৭ মে) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সরাতৈল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ দিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে মহাসড়কের উভয়পাশে চার কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ঢাকাগামী ট্রাকের সঙ্গে উত্তরবঙ্গগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক মারা যান। এ ছাড়া কাভার্ডভ্যানের চালকসহ আরও দুজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন