• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ঘোড়াঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৫ জন গ্রেপ্তার

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ মে ২০২৪, ০৯:১১
ঘোড়াঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৫ জন গ্রেপ্তার
ছবি : আরটিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রান্সফরমার চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদের হেফাজত থেকে জব্দ করা হয়েছে একটি ট্রান্সফরমারের অংশ বিশেষসহ বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল।

উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা জানিয়ে সোমবার (৬ মে) বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে কাউসার ইসলাম (২২), কশিগাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে আনারুল ইসলাম (৩৫), কশিগাড়ী গ্রামের আলমগীর হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০), গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ছোট শিমুলতলা গ্রামের সাহেব আলীর ছেলে রতন মিয়া (৩৫) এবং গাইবান্ধা সদর উপজেলার ডেভিট কোম্পানী পাড়া গ্রামের শাহারুল ইসলামের ছেলে রিয়াজ আকন্দ (২৮)।

এর আগে গত ২৪ এপ্রিল রাতে ঘোড়াঘাট উপজেলার হাটশ্যামগঞ্জ গ্রামে বিদ্যুতিক খুঁটি থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। এ নিয়ে ঘোড়াঘাট সাব জোনাল অফিসে অভিযোগ দেন ওই গ্রামের গ্রাহক আল আমিন মিয়া। পরে সোমবার (৬ মে) সকালে ঘোড়াঘাট থানায় এজাহার দাখিল করেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ঘোড়াঘাট সাব জোনাল অফিসের এজিএম মেহেদী হাসান।

এরপর চুরি যাওয়া বিদ্যুতিক সরঞ্জাম উদ্ধার এবং চোর শনাক্তে মাঠে নামে পুলিশ। দিনভর পৃথক কয়েকটি অভিযানে গ্রেপ্তার হয় চক্রের ৫ সদস্য এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী গাইবান্ধা সদর উপজেলা থেকে চোরাই মালামালগুলো জব্দ করে পুলিশ।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার স্যারের সার্বিক দিক নির্দেশনায় আমরা ট্রান্সফরমার ও মিটার চোর চক্র নিধনে কাজ করছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারে আসামিরা চুরির কথা স্বীকার করেছেন। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতে রিমাণ্ডের আবেদন করব।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের
নওগাঁয় আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার 
চাঁদপুরে গরু চোর চক্রের ৫ সদস্য আটক
ঢাকায় ‘জোকার ২’, সঙ্গে আরও দুই সিনেমা