• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

সারিয়াকান্দিতে এমপি পুত্র সজল চেয়ারম্যান নির্বাচিত 

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ মে ২০২৪, ০১:৪৫
ছবি আরটিভি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় স্থানীয় সাংসদ সাহাদারা মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন (সজল) ৩৭ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম মন্টু পেয়েছেন ৬ হাজার ১৫৩ ভোট।

বুধবার‌ (৮ মে) রাতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, বেসরকারি ভাবে প্রাপ্ত উপজেলার ৭১ টি কেন্দ্রের সবকটির চূড়ান্ত ফলাফলে সাখাওয়াত হোসেন (সজল) আনারস প্রতীকে ৩৭ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম (মন্টু) কাপ-পিরিচ পেয়েছেন ৬ হাজার ১৫৩ ভোট।

এছাড়াও নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো. লিখন মিয়া টিউবওয়েল প্রতীকে ১৮ হাজার ৯৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে নারী ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ কুলছুমা পারভীন প্রজাপতি প্রতীকে ২৬ হাজার ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে ‘না’ ভোটসহ ইলিয়াস কাঞ্চনের তিন প্রস্তাব
হত্যা মামলার আসামি নোয়াখালীর ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার
বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ
বগুড়ায় বিদেশি পিস্তলসহ কৃষকলীগ নেতা গ্রেপ্তার