• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

সার্ভার ত্রুটিতে মনোনয়নপত্র জমা দিতে না পারার অভিযোগ প্রীতির

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ মে ২০২৪, ২১:২১
সার্ভার ত্রুটিতে মনোনয়নপত্র জমা দিতে না পারার অভিযোগ প্রীতির
প্রীতি খন্দকার হালিমা। ছবি : আরটিভি

সার্ভার ত্রুটির কারণে মনোনয়নপত্র জমা দিতে না পারার অভিযোগ এনেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সংরক্ষিত ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমা।

শুক্রবার (১০ মে) দুপুরের দিকে আরটিভি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংরক্ষিত ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমা।

এর আগে বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তিনি রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে এ বিষয়ে অভিযোগ দেন।

প্রীতি খন্দকার হালিমা জানান, বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র জমা দিতে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে যান। মনোনয়ন ফরমের বিভিন্ন অংশ পূরণের পর প্রস্তাবকারী ও সমর্থনকারীর ছবি অনলাইনে দেখা যাচ্ছিলো না। নির্ধারিত সময় বিকেল ৪টা নাগাদও ছবি দেখা না যাওয়ায় মনোনয়ন ফরম পূরণ করতে পারেননি। হালিমা অভিযোগ করেন, তিনি ধারণা করছেন কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী পূর্ব পরিকল্পনা অনুযায়ী জটিলতা সৃষ্টি করেছেন।

এ বিষয়ে তিনি প্রয়োজনে উচ্চ আদালতে যাবেন বলে উল্লেখ করেন।

রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। তবে উনি যে সময়ে সার্ভার ত্রুটির কথা বলেছেন, তখন আরও একাধিক প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। যে কারণে সার্ভার ত্রুটির বিষয়টি সত্য নয় বলে মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সমস্যা সৃষ্টি হওয়ার পর তিনি আমাদেরকে জানাননি। যেখানে ফরম ফিলআপ করেছেন সেখানে সময় নষ্ট করেছেন।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের সুরাহা হওয়া উচিত: রুমিন 
মেঘনায় নিখোঁজের দুদিন পর ভেসে উঠল যুবকের মরদেহ
পুলিশের গাড়ি ভাঙচুর, তাহেরীর বিরুদ্ধে আরও এক মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘জিরো ফাইভ’ কর্মসূচি ঘোষণা