• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

রামু থানার তিন এসআইসহ ৪ জনকে একসঙ্গে বদলি  

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ মে ২০২৪, ২৩:১৮
ফাইল ছবি

কক্সবাজারের রামু থানার তিনজন উপপরিদর্শকসহ (এসআই) চারজনকে একসঙ্গে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।

তারা হলেন, রামু থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাওসার, মো. আল আমিন, মুহাম্মদ ইমরান উদ্দিন ও কনস্টেবল মো. মাহমুদ।

বদলির আদেশ মতে, এসআই আবুল কাওসারকে পেকুয়া থানা, মুহাম্মদ ইমরান উদ্দিনকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি, মো. আল আমিনকে কুতুবদিয়া ও কনস্টেবল মো. মাহমুদকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার স্বাক্ষরিত আদেশটি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ ৯ জনকে অনুলিপি পাঠানো হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিক নিয়মতান্ত্রিক পন্থায় তারা বদলি হয়েছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছুরিকাঘাত সত্ত্বেও জীবনবাজি রেখে চাঁদাবাজ ধরলেন এএসআই 
প্রাথমিকের সহকারী শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি
অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা
সচিবালয়ের সামনে থেকে শিক্ষানবিশ এসআইদের সরিয়ে দিয়েছে পুলিশ