• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

মধ্যরাতে ঝাড়ু হাতে সিলেটের রাস্তায় তামিম ইকবাল

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ মে ২০২৪, ১১:১৫
ছবি : সংগৃহীত

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল।

শুক্রবার (১০ মে) রাত সাড়ে ১১টায় সিসিক আয়োজিত নগরী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তামিম।

পরিচ্ছন্নতা কার্যক্রমে নিজ হাতে ঝাড়ু নিয়ে নগরীর ক্বীন ব্রিজ-সংলগ্ন এলাকা পরিষ্কার করেন তামিম। এ সময় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও সঙ্গে ছিলেন।

তামিম ইকবাল বলেন, আগেও অনেকবার সিলেটে এসেছি। তবে এবার সিলেটকে বেশি পরিষ্কার লাগছে। বিশেষ করে ফুটপাত এবং রাজপথে হকারদের ঝামেলা নেই।

তিনি বলেন, সিসিক মেয়র এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে সিলেট আরও পরিষ্কার হবে। এ সময় সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্যও আহ্বান জানান এই ক্রিকেটার।

পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সিসিকের প্রধান বর্জ্য কর্মকর্তা কর্নেল (অব.) একলিন আবেদিন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত সিরিজে থাকবেন তামিম ইকবাল!
সিকৃবির হলে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে যাদের কৃতিত্ব দিলেন তামিম