• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাইকেলে করে স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ মে ২০২৪, ১৮:৪৮
সাইকেলে করে স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাইসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় তিথি রানী (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিথি গোয়ালপাড়া বিউটিফুল মাইন্ড কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণিতে পড়াশুনা করছিল।

রোববার (১২ মে) আটোয়ারী উপজেলার যুগীকাটা এলাকার পঞ্চগড়-আটোয়ারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর বাড়ি উপজেলার ধামোর ইউনিয়নের যুগিকাটা গ্রামে। সে ওই গ্রামের পরেশ চন্দ্র বর্মনের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন গড়িনাবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য জয়নাল হোসেন।

তিনি বলেন, তিথি রানী বাইসাইকেলে করে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেন। পথে আটোয়ারীগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তিথিকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে আহত হয়। সেসময় আরেকটি ইজিবাইক তিথিকে চাপা দিয়ে চলে যায়। এতে করে তিথি মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হয়। তাৎক্ষণিক পথচারী ও স্থানীয়দের সহযোগিতায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তাকে নেওয়া হয়। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রহিমুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

আটোয়ারী থানার ওসি আবু মুসা বলেন, সড়ক দুর্ঘটনায় তিথি রানী নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তার মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে কনকনে শীত, তিনদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
ফের যেন রাজপথে নামতে পারি সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস
পঞ্চগড়ে কনকনে শীত, তাপমাত্রা নামল ১০.৫ ডিগ্রিতে
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস