পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নুরী বেগম ওরফে মুনিয়াকে শ্বাসরোধ করে স্বামী আশিকুর রহমান শেখ হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (১২ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার মোছরা গ্রামে এ ঘটনা ঘটে।
নুরী বেগম ওরফে মুনিয়া গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল চরপাড়া গ্রামের মুক্ত মোল্যার মেয়ে ও মোছরা গ্রামের আশিকুর রহমান শেখের স্ত্রী।
অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান।
তিনি বলেন, বিয়ের পর থেকে পারিবারিক কলহ নিয়ে স্ত্রী নুরী বেগম ওরফে মুনিয়ার ওপর বিভিন্ন সময় নির্যাতন চালাতো স্বামী আশিকুর রহমান শেখ। এ নিয়ে রোববার সকালে মুনিয়াকে বেদম মারধর করে এবং একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন মুনিয়াকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মুনিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে স্বামী আশিকুর রহমান শেখকে আটক করেছে পুলিশ। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন