• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

  ১২ মে ২০২৪, ২৩:৩৫
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলায় করলাখেতে কাজ করার সময় বজ্রপাতে নিখিল বর্মন নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

রোববার (১২ মে) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মোলানীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিখিল সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মোলানীপাড়া গ্রামের অলন বর্মনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ওসি ফিরোজ ওয়াহিদ।

তিনি বলেন, সদর উপজেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের সময় মোলানীপাড়া এলাকার বাসিন্দা অনল বর্মনের দুই ছেলে নিখিল বর্মন ও অকুল বর্মন নিজেদের করলাখেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিখিল বর্মনের মৃত্যু হয় এবং তার ভাই অকুল বর্মন দৌড়ে বাড়িতে এসে ঘটনাটি জানায়। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে কৃষকের বাজার
লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু