• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

দুর্ঘটনায় পা হারানো জান্নাত পেল জিপিএ-৫

আরটিভি নিউজ

  ১৩ মে ২০২৪, ০৫:২৮
ছবি : সংগৃহীত

যশোরে সড়ক দুর্ঘটনায় পা হারানো মিফতাহুল জান্নাত নামের এক শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন।

রোববার (১২ মে) তার ফলাফল প্রকাশিত হয়। জান্নাত জেলার শার্শা উপজেলার বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

জানা গেছে, জান্নাত শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। ২০০৯ সালে ইঞ্জিনচালিত ভ্যানে করে যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। এসময় বিদ্যালয়ের গেটের উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর চালক পিকআপটি তার শরীরের ওপর দিয়ে চালিয়ে দেন। এতে তার দুই পা জখম হয়। জান্নাতকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার ডান পায়ের হাঁটুর নিচ থেকে কেটে বাদ দেন।

ফলাফলের ব্যাপারে জান্নাত বলেন, এই ফলাফলে আমি খুব খুশি। ভালো করে লেখাপড়া করে আমি চিকিৎসক হতে চাই।

জান্নাতের বাবা রফিকুল ইসলাম বলেন, জান্নাত প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। এবার এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছে, এতে আমি খুশি। আমার খুব সামান্য আয়। তা-ই দিয়ে ওকে আমি লেখাপড়া করিয়ে যাচ্ছি। যত কষ্টই হোক আমি ওকে চিকিৎসক বানানোর চেষ্টা করব।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে চলছে খেজুরের রস আহরণের প্রস্তুতি
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু 
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু