• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

নীলফামারীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ মে ২০২৪, ১১:৫৪
নীলফামারীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ছবি : সংগৃহীত

নীলফামারীতে সাফিনূর (৫৫) নামে এক চালককে গলাকেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে।

রোববার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই ময়দানের পার গ্রামের অটোরিকশা চালক ও তিন সন্তানের জনক সাফিনূর। পৌর এলাকার কুখাপাড়া বোছাদ্দার বউবাজার ব্রিজের কাছে যাত্রী নিয়ে যাওয়ার পথে ঘটনাটি ঘটেছে। চার্জার রিকশার যাত্রীরা এ ঘটনাটি ঘটিয়েছেন এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছেন। ধারালো অস্ত্র দিয়ে চালকের গলাকেটে দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে যাত্রীবেশী ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।

মুমূর্ষু অবস্থায় অটোরিকশাচালক বাড়ির লোকজনকে ডাকছিলেন। পরে স্থানীয়দের মাধ্যমে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে দারোয়ানির মোড় নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

তিনি বলেন, পুলিশ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে। অটোরিকশাটি উদ্ধারে অভিযান চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাওনা টাকা না পেয়ে অটোরিকশাচালককে হত্যা
ট্রাক উল্টে অটোরিকশাকে চাপা, নিহত ১
রাঙ্গামাটিতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১
প্রধান সড়কে অটোরিকশা চলবে না: ডিএমপি কমিশনার