• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

বাড়ির পাশে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

  ১৩ মে ২০২৪, ১৭:১০
বগুড়া
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে বাড়ির পাশে ডোবায় ডুবে নাবিয়া আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নাবিয়া আক্তার উপজেলার খরণা ইউনিয়নের দাড়িগাছা ফকিরপাড়া গ্রামের ট্রাক চালক নায়েব আলীর মেয়ে।

নাবিয়ার নানা পুটু মিয়া জানান, মেয়ে শনিবার (১১ মে) দুই ছেলেমেয়েকে নিয়ে তার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার দুপুরে নাবিয়াকে খাইয়ে রেখে তার মা বাইরে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে শিশু কন্যাকে ভাসতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে মৃত অবস্থায় নাবিয়াকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মন্টিনিগ্রোতে রেস্তোরাঁয় বন্দুক হামলা, শিশুসহ নিহত অন্তত ১০
২০২৪ সালে হত্যার শিকার ৫২৮ নারী ও মেয়েশিশু: মহিলা পরিষদ
ফানুস ও আতশবাজিতে ৩ শিশুসহ রাজধানীতে দগ্ধ ৫ 
থার্টি ফার্স্ট নাইটে ফানুস-পটকা উৎসবে ২ শিশু দগ্ধ