শ্রীমঙ্গলে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৩ মে ২০২৪ , ০৭:১৬ পিএম


ধান
ছবি: আরটিভি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। চলতি মৌসুমে শ্রীমঙ্গলে সিদ্ধ চাল ৩ হাজার ৫৯৫ মেট্রিক টন, আতপ চাল ৪৩ এবং ধান ১ হাজার ৪৫৪ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

বিজ্ঞাপন

সোমবার (১৩ মে) দুপুরে শ্রীমঙ্গল খাদ্য গুদামে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, মৌলভীবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলন কান্তি চাকমা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপকচন্দ্র মন্ডল। শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলায় কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শ্রীমঙ্গল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সামাদ, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষকরা।

উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, এবার সরকার কৃষকের কাছ থেকে প্রতি মণ (৪০ কেজি) ১ হাজার ২৮০ টাকা দরে বোরো ধান ক্রয় করছে। উপজেলা খাদ্য গুদামে কৃষক সরাসরি তাদের ধান বিক্রি করতে পারবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission