গাজীপুরের শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাজহারুল ইসলাম (২৬) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ মে) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের ঠান্ডারচালা এলাকায় এ ঘটনা ঘটে।
মাজহারুল উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের হাসেন আলীর ছেলে।
ঠিকাদার আব্দুল হক বলেন, গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের ৩০০ মিটার ইট সলিং সড়কে নির্মাণকাজ চলমান থাকায় ৫ জন শ্রমিক কাজ করছিল। প্রচণ্ড রোদে কাজ করার পরে মাজহারুল ও তার সহকর্মী মামুন সড়কের পাশে স্থানীয় নূরুল ইসলামের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে মাজহারুল পানিতে ডুব দিয়ে না ওঠায় মামুন তাকে খোঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর না পেয়ে তিনি পুকুর থেকে উঠে সহকর্মীদেরকে বিষয়টি জানান।
পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা পুকুর থেকে মাজহারুল ইসলামের মরদেহ উদ্ধার করে।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিন্টু মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।