শেরপুরে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার (শেরপুর), আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ০৯:১৭ এএম


শেরপুরে রবীন্দ্রজয়ন্তী উদযাপন
ছবি : আরটিভি

“... বাজুক প্রাণে বজ্রভেরী, অকুল সে উৎসবে” গানের কলি উচ্চারণের মধ্য দিয়ে শেরপুরে ১৬৩তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ মে) রাতে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, শেরপুর জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

সংস্থার সভাপতি নির্মল দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. সুধাময় দাস।

বিজ্ঞাপন

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিশু একাডেমির কর্মকর্তা আসলাম খান, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আতিকুর রহমান, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি তপন সারওয়ার, ইউসুফ আলী রবিন প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশীষ দাস মিলন। আলোচনা শেষে সংস্থার সাধারণ সম্পাদক সূতপা দত্ত লুনার পরিচালনায় শিল্পী সংস্থার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রবীন্দ্রনাথ ঠাকুরের “হঠাৎ দেখা” কবিতাটি আবৃত্তি করেন পলি দে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission