• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

গরুর পালে উঠে গেল ট্রাক, ৬ গরু ও রাখালের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ মে ২০২৪, ১২:০১
গরুর পালে উঠে গেল ট্রাক, ৬ গরু ও রাখালের মৃত্যু
ছবি : আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুর পালে পাথরভর্তি ট্রাক উঠে গিয়ে এরফান আলী (৫৫) নামে এক রাখালের মৃত্যু হয়েছে।

সোমবার রাত দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের নিচুধুমি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়াও দুর্ঘটনায় ৬টি গরুও মারা যায়।

স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জের লয়লাভাঙ্গা ইউনিয়নের নিচুধুমি এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে গরুর পাল নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল এরফান আলী। সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাক পেছন থেকে গরুর পালে উঠে যায়। ঘটনাস্থলেই মারা যায় ছয়টি গরু। এ সময় গরুর পালের রাখাল এরফান আলী গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে থাকা মরদেহ পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শূকর চরাতে গিয়ে বজ্রপাতে ৩ রাখালের মৃত্যু
হাতির পায়ে পিষ্ট হয়ে রাখালের মৃত্যু