• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

ইঞ্জিনের সামনে বসে ভ্রমণ, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ মে ২০২৪, ১৫:৪৮
ইঞ্জিনের সামনে বসে ভ্রমণ, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তি ট্রেনটির ইঞ্জিনের সামনের অংশে বসে যাচ্ছিলেন বলে ট্রেনের অন্যান্য যাত্রীরা জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ৮টায় ট্রেনটি পাগলা রেলস্টেশনের সামনে আসলে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় এক যুবক বলেন, ‘ঢাকা থেকে একটি ট্রেন নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। সেই ট্রেনটির ইঞ্জিনের সামনের অংশে বসেছিলেন এই ব্যক্তি। ফতুল্লা পাগলা রেলস্টেশনে পৌঁছালে ট্রেন থেকে নামার চেষ্টা করেন তিনি। এতেই পড়ে গিয়ে ট্রেনের নিচে চলে যান। সঙ্গে সঙ্গে তার দুই পায়ের ওপর দিয়ে উঠে যায় ট্রেনের চাকা। ট্রেনের নিচে পড়ে তার দুই পা ক্ষতবিক্ষত হয়ে যায়। তবে আশপাশের কেউই তাকে ধরে হাসপাতালে নিচ্ছিল না। উপায় না পেয়ে আমি একাই ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।’

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, ‘স্থানীয় এক যুবক ফতুল্লায় ট্রেনে কাটা পড়া এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এসেছেন। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। তার মরদেহটি মর্গে রাখা হয়েছে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০
চোর সন্দেহে যুবককে হত্যার অভিযোগ
নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
বুধবার থেকে সব হাসপাতালে মিলবে পূর্ণাঙ্গ সেবা