যমজ দুই বোন পেল জিপিএ-৫
টাঙ্গাইলের দুই যমজ বোন এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তারা হলো- অর্পিতা সাহা অর্পা ও অর্মিতা সাহা অর্ণা। তারা শহরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী। তাদের এমন সাফল্যে খুশি পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকরা।
অর্পা ও অর্ণা পৌর শহরের আদালত রোডের অনুপ কুমার সাহা ও গৃহিণী সুস্মিতা ঘোষ দম্পতির যমজ মেয়ে। তারা একসঙ্গেই বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
অর্পা ও অর্ণা বলে, বাবা-মা সবসময় আমাদের ভালো রেজাল্টের জন্য অনুপ্রেরণা দিয়েছেন। বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণা এবং সহযোগিতায় এত ভালো রেজাল্ট করা সম্ভব হয়েছে।
ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা প্রশাসন ক্যাডার হওয়ার ইচ্ছে পোষণের কথা জানান এই মেধাবী যমজ বোন।
বাবা অনুপ কুমার সাহা গণমাধ্যমকে বলেন, তাদের ফলাফলে আমার পরিবার খুবই আনন্দিত। তারা ছোট বেলা থেকেই খুব মেধাবী। আমি চাই, তারা মানুষের মতো মানুষ হোক। তাদের স্বপ্ন ও আশা পূরণে আমি সর্বাত্মক চেষ্টা করবো।
মন্তব্য করুন