• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

শেরপুরে ১২৯২ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

স্টাফ রিপোর্টার (শেরপুর), আরটিভি নিউজ

  ১৪ মে ২০২৪, ২৩:২৫
ছবি : আরটিভি

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি থেকে পৌনে এক কোটি টাকা মূল্যের ১২৯২ বস্তা ভারতীয় চিনি আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে চিনি গুলো উদ্ধার করে নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় রহুল আমিন নামের এক চিনি ব্যবসায়ীকে আটক করেছে ডিবি।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে পুলিশ সুপার মো. আকরামুল হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে নালিতাবাড়ি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত চিনি বিভিন্ন কোম্পানির মোড়কে বিক্রির উদ্দেশ্যে মজুম রয়েছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে গতকাল বিকেল হতে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসময় ১২৯২ বস্তা চিনি উদ্ধার করা হয়। পরে সেখান থেকে চিনি গুলো উদ্ধার করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

সংবাদ সম্মেলনে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) খোরশেদ আলম, গোয়েন্দা বিভাগের ওসি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার শেরপুর মাতাবে ইত্যাদি, যা থাকছে এই পর্বে
শেরপুরে বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
আন্দোলনে নিহত আজিজের দেনমোহর পরিশোধ করল জামায়াত
শেরপুর কারাগার থেকে লুট হওয়া ৩ রাইফেল উদ্ধার