• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

গলায় লিচুর বিচি আটকে আ.লীগ নেতার মৃত্যু

আরটিভি নিউজ

  ১৫ মে ২০২৪, ১০:২৪
গলায় লিচুর বিচি আটকে আ.লীগ নেতার মৃত্যু
ছবি : আরটিভি

মানিকগঞ্জের ঘিওরে গলায় লিচুর বিচি আটকে শ্বাসরোধে আবদুল মজিদ মিয়া (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মজিদ মিয়া ওই গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে।

তিনি বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়টিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম রওশন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা মজিদ মিয়া বিকেলে বাড়িতে লিচু খাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। পরে তাকে দ্রুত শিবালয় উপজেলা পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ সময় গলায় লিচুর বিচি আটকানোর কারণে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কার শেষে এ বছরেই নির্বাচন সম্ভব: আযম খান
পদ্মায় ধরা পড়ল ১১ কেজির বোয়াল, যত টাকায় বিক্রি
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার 
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক