নির্বাচনী সহিংসতা, ইউনিয়ন আ.লীগের সভাপতিকে পিটিয়ে জখম
নড়াইল সদর উপজেলা নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হাতে জখম হয়েছেন শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ খান মাহামুদ।
বুধবার (১৫ মে) রাত ১১টার দিকে গোপিকান্তপুর গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে আশরাফ খান মাহামুদ নিজ এলাকা গোপিকান্তপুরে ঘোড়া প্রতীকের নির্বাচনী কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষের আনারস প্রতীকের কয়েকজন একই সময়ে প্রচারে এসে খান মাহামুদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। এ সময় তারা তাকে কিল-ঘুসি মেরে রক্তাক্ত করে। আহত আশরাফ খান মাহামুদকে নড়াইল সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর পাঠানো হয়েছে।
নড়াইল সদর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকে তোফায়েল মাহামুদ ও আনারস প্রতীকে আজিজুর রহমান ভূঁইয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২১ মে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন