• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

চাঁদপুরের মেঘনায় বাল্কহেডে অভিযান, গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১৬ মে ২০২৪, ২১:১৬
ছবি : আরটিভি

চাঁদপুরের মেঘনা নদীতে রাতে চলাচল করায় বাল্কহেডে অভিযান চালিয়ে দুই সুকানি ও দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে চাঁদপুর নৌ-থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মে) ভোর সাড়ে ৫টা হতে সকাল ৮টা পর্যন্ত মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলার মিনি কক্সবাজার নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার সুকানি ও শ্রমিকরা হলেন সুকানি চানমিয়া (৩৮), আবু বক্কর সিদ্দিক (৩১), শ্রমিক মো. সিফাত (২০) ও মো. মোছা (৪৫)। তাদের বাড়ি বরিশাল ও পিরোজপুর জেলায়।

ওসি কামরুজ্জামান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন বালা পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। কারণ, তারা নিষিদ্ধ সময়ে বেপরোয়া গতিতে বাল্কহেড চালিয়ে যাচ্ছিলেন। গ্রেপ্তার চার ব্যক্তির বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ২৮০/৩৪ ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে খবির ও লাবলু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
চাঁদপুরে শিক্ষার্থীরা শহীদি মার্চ কর্মসূচি 
চাঁদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
হাইমচরে বন্যাদুর্গতদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের ত্রাণ বিতরণ