• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

পুকুর খননের সময় মিলল বিষ্ণু মূর্তি

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ মে ২০২৪, ০৮:১১
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পুকুরের মাটি খননকালে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি উচ্চতায় ৩৭ ইঞ্চি ও প্রস্তে ১৭ ইঞ্চি।

শুক্রবার (১৭ মে) বেলা সাড়ে ১১ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার উত্তর বেতকা গ্রামের সোহেল শেখের বাড়ির পুকুরের মাটি খননকালে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন জানান, সকালে উত্তর বেতকা গ্রামের সোহেল শেখের একটি পুকুরের মাটি খনন করছিলো শ্রমিকরা। পরে বেলা সাড়ে ১১ টার দিকে শ্রমিক মোবারক শেখ ও মিতুল হোসেন মাটি খনন করার সময় মূর্তি দেখতে পান। পরে শ্রমিকরা উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান শিকদার রিগ্যানকে মূর্তি পাওয়ার বিষয়টি অবগত করেন। এরপর ওই জনপ্রতিনিধি মোবাইল ফোনে কল করে বিষয়টি ইউএনওকে জানান। মূর্তিটি ট্রেজারিতে পাঠানো হবে বলে জানান আসলাম হোসাইন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারেন্ট জালের সাইজ নির্ধারণ করা হবে: মৎস্য উপদেষ্টা
তুচ্ছ ঘটনায় বাবার ২ বন্ধুকে ছুরিকাঘাত
মুন্সীগঞ্জে থানা থেকে আসামি ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার
শ্রীনগরে থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার