• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

নির্বাচনী পথসভা থেকে ৩ ডেগ বিরিয়ানি জব্দ

স্টাফ রিপোর্টার (শেরপুর), আরটিভি নিউজ

  ১৮ মে ২০২৪, ০৯:০৪
ছবি : আরটিভি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সভা থেকে তিন ডেগ বিরিয়ানি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ বিরিয়ানি জব্দ করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট সবাই সটকে পড়ায় কাউকে আটক বা জরিমানা করতে পারেনি ভ্রাম্যমাণ আদালত।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ হোসেনের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়। সভায় তিন ডেগ বিরিয়ানি রাখা হয়েছিল, এমন সংবাদ পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের নিকট। পরে ভ্রাম্যমাণ আদালত সভায় অভিযান চালিয়ে তিন ডেগ বিরিয়ানি জব্দ করার পর উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে যায়। তবে কোনো প্রার্থী বা সমর্থক বিরিয়ানি রাখার কথা স্বীকার করেননি। ওই ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট তার ইউনিয়নে আর কখনো এ ধরনের কাজ করা হবে না বলে অঙ্গীকারনামা দিয়েছেন।

এ ব্যাপারে ঘোড়া প্রতীকের প্রার্থী হাজী মোশারফ জানান, আমি এ ব্যাপারে কিছু জানি না। আমি নির্বাচনী প্রচারণা শেষ করে বাসায় আসলাম।

নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিসিল বলেন, আমরা বিরিয়ানি জব্দ করেছি, তবে কার বিরিয়ানি এর স্বীকরোক্তিমূলক জবানবন্দি পাইনি। ফলে কারো বিরুদ্ধে জরিমানা করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার (নালিতাবাড়ি ও নকলা) মোক্তাদিরুল আহমেদ বলেন, আচরণ বিধি যেন লঙ্ঘন না হয় সেই জন্য প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছে। শুক্রবার রুপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে ভোটারদের নিয়ে জমায়েত করে খাবার বিতরণ করার মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে বলে আমাদের কাছে খবর আসে। পরে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালালে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় বিরিয়ানি আটক করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়। তবে কেউ দোষ স্বীকার না করায় কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। জব্দকৃত বিরিয়ানি এতিমখানায় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেরপুরে মাধ্যমিকের এক ট্রাক সরকারি বই জব্দ, আটক ১
শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত
এবার শপিং কমপ্লেক্সের স্ক্রিনে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর