• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বরুড়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১৮ মে ২০২৪, ১০:০৭
ছবি : সংগৃহীত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কুমিল্লার বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) প্রত্যাহারের বিষয়টি জানাজানি হলেও আদেশের কপি হাতে পাননি বলে দাবি রিয়াজ উদ্দিন চৌধুরীর। এর আগে, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বদলির আদেশ দেওয়া হয়।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া আদেশটিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কুমিল্লা জেলার বরুড়া থানার বর্তমান অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহার করে তদস্থলে একজন উপযুক্ত কর্মকর্তা পদায়নের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, কুমিল্লা জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার বরাবর পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, প্রত্যাহারের বিষয়ে আমি কিছুই জানি না। এ ছাড়া আমার কাছে এখনো লিখিত কোনো বার্তা পৌঁছায়নি। আদেশের কপি হাতে পেলে বিস্তারিত বলতে পারবো।

আগামী ২১ মে বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন হবে। এখানে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন এবং হামিদ লতিফ ভূঁইয়া কামাল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাউদকান্দিতে অস্ত্রসহ গ্রেপ্তার ২ 
কুমিল্লার মহিষমারা উচ্চবিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসব
কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল গ্রেপ্তার
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক দলের কেউ নয়, দাবি জেলা যুবদলের