• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

‘সোনালি আঁশের সুদিন ফিরিয়ে আনতে সব করা হবে’

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ মে ২০২৪, ২০:৫১
‘সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে সব করা হবে’
ছবি : সংগৃহীত

সোনালি আঁশের সুদিন ফিরিয়ে আনতে সব করতে প্রস্তুত বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

শনিবার (১৮ মে) খুলনায় জুট ও টেক্সটাইল মিলস পরিদর্শন শেষে গণমাধ্যমর্কমীদের এ কথা জানান তিনি।

পাটমন্ত্রী বলেন, সোনালি আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই। এ জন্য যা যা করা দরকার সবকিছু করা হবে।

শ্রমিকদের জন্য বর্তমান সরকার কাজ করছে জানিয়ে পাটমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব। তিনি শ্রমিকদের জন্য সবকিছু করে যাচ্ছেন। এ অঞ্চলের জুট মিলসগুলো বন্ধ হলেও প্রধানমন্ত্রী শ্রমিকদের খালি হাতে ফিরিয়ে দেননি। তাদের পাওনা পরিশোধ করা হয়েছে।

এর আগে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন দৌলতপুর জুট মিলস, প্লাটিনাম জুবলি জুট মিলস, ক্রিসেন্ট জুট মিলস, খালিশপুর জুট মিলস ও বিটিএমসির নিয়ন্ত্রণাধীন খুলনা টেক্সটাইল মিলস পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহমদ, বিটিএমসির চেয়ারম্যান ব্রি. জেনারেল জিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক পাটমন্ত্রীর স্ত্রী হাসিনা গাজীকে খুঁজছে পুলিশ
বাজারে আসছে ‘পাটের চা’
‘রপ্তানি আয়ের ৮৪ ভাগই আসে পোশাক খাত থেকে’
পাকিস্তানিদের সন্তুষ্ট করতে ভারতবিরোধী জিকির তুলছে বিএনপি : পাটমন্ত্রী