ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে সাংবাদিকদের নিয়ে এনআইএমসির কর্মশালা

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ

শনিবার, ১৮ মে ২০২৪ , ১০:৪৫ পিএম


loading/img
ছবি : আরটিভি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট ইকোনমি’ বাস্তবায়িত হলে আইসিটি খাতে ৫০ বিলিয়ন ডলারের থেকেও বেশি পরিমাণ ব্যবসার সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ মে) সকালে রাজশাহী একটি রেস্তোরায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘স্মাট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় বক্তারা এই তথ্য দেন। 

এ সময় বক্তারা আরও জানান, ডিজিটাল ভিত্তিতে দাঁড়িয়ে এবার প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি এই চারটি মূল ভিত্তি নির্ধারণ করা হয়েছে। 

বিজ্ঞাপন

আর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এসব ভিত্তি অর্জনে গণমাধ্যম কর্মীদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানানো হয় এ কর্মশালা থেকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |