শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে ঠাকুরগাঁওয়ে

ঠাকুরগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৯ মে ২০২৪ , ১২:৪৫ পিএম


শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে ঠাকুরগাঁওয়ে
ছবি : আরটিভি

শেষ মুহূর্তে জমে উঠেছে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা। ভোটারদের দারে দারে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।

বিজ্ঞাপন

দ্বিতীয় ধাপে আসন্ন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রচারণা শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে প্রচারণা করছেন তারা। এতে জনসভা গণসংযোগ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 

প্রসঙ্গত, আগামী ২১ মে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। প্রার্থীরা হলেন সাবেক ছাত্র নেতা কামরুল হাসান খোকন (কাপ-পিরিচ) সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো (আনারস), সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল), রওশনুল হক তুষার (ঘোড়া)।

বিজ্ঞাপন

একটি পৌরসভা ও ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত সদর উপজেলার মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ১৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৪ হাজার ৯০৩, নারী ২ লাখ ৪২ হাজার ২৬৮ ও তৃতীয় লিঙ্গের ৪ জন। ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission