কুড়িগ্রামে দীর্ঘ তাপদাহের পর অবশেষে বৃষ্টির দেখা মিলেছে।
বিজ্ঞাপন
রোববার (১৯ মে) সকালে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে শনিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত এবং পরে রাত সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত কয়েক দফায় মুষলধারে মাঝারি বৃষ্টিপাত হয়।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার গণমাধ্যমকে বলেন, আগামী ২০ ও ২১ তারিখ আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।