• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

মুজিবনগরে ১৩ লাখ টাকার ফসল কেটে তছরুপ 

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ মে ২০২৪, ১৩:৩১
ছবি : আরটিভি

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মাঠের এক কৃষকের সাড়ে সাত বিঘা জমির ফসল কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। এতে ১২-১৩ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছে কৃষক গোলাম মোস্তফা।

মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা গ্রামের নীলজাবার মাঠে চার বিঘা জমিতে কলা, দুই বিঘা জমিতে পেঁপে এবং আড়াই বিঘা জমিতে কপি আবাদ করেন। আর কিছুদিনের মধ্যে এসব খেত থেকে ফসল সংগ্রহের অপেক্ষায় ছিলেন কৃষক। এর মাঝে গেল রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা খেতের প্রায় সব কলা ও পেঁপে গাছ ও আড়াই বিঘা জমির বাঁধা কপি কেটে তছরুপ করে। এতে অসহায় হয়ে পড়েছেন কৃষক গোলাম মোস্তফা। রাজনৈতিক শত্রুতাবশতা প্রতিপক্ষের লোকজন ফসল তছরুপ করেছে বলে জানান তিনি।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল দত্ত জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে ফসল তছরুপকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে অস্ত্র-গুলিসহ আটক ১
মেহেরপুর মোনাখালি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
মেহেরপুরে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার 
মেহেরপুর সড়কে গাছ ফেলে ডাকাতি