• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

ফেনীতে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু 

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ মে ২০২৪, ২১:২৩
ফেনীতে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু 
ছবি : সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় বজ্রপাতে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ মে) দুপুরে উপজেলার উত্তর কুহুমা এবং দক্ষিণ লাঙ্গল মোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামের প্রবাসী আতিকুর রহমান মজুমদারের ছেলে মাহাদি হাসান। তিনি স্নাতকে ভর্তিচ্ছু ছিলেন। অন্যজন ঘোপাল ইউনিয়নের দক্ষিণ লাঙ্গলমোড়া এলাকার ফজলুল করিমের ছেলে শাহীন মাহমুদ অভি। তিনি নিকুঞ্জরা মাদরাসায় দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টি শুরু হলে মাঠে গরু আনতে যান মাহাদি। সেখানেই হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় ঘোপালের দক্ষিণ লাঙ্গলমোড়া এলাকায় বাড়ির পাশে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান অভি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম।

তিনি বলেন, দুপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোবিপ্রবি শিক্ষার্থীদের সহায়তায় ব্র্যাক আইটির ত্রাণ পেল ২০০ বন্যার্ত পরিবার
‘প্রতীকী বিষপান’ কর্মসূচিতে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে  
ফেনীর মুহুরী নদীর পানি বিপৎসীমার নিচে
রাবিতে কাওয়ালী সন্ধ্যায় শিক্ষার্থীদের ঢল