বাড়ির গেটে‌ ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লেখা প্লাকার্ড

আরটিভি নিউজ

সোমবার, ২০ মে ২০২৪ , ১২:১৮ এএম


বাড়ির গেটে‌ ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লেখা প্লাকার্ড
ছবি : সংগৃহীত

নিজ বাসভবনের সামনে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লেখা সম্বলিত প্লাকার্ড ঝুলিয়েছেন পটুয়াখালীর বাউফল পৌর শহরের এক বাড়ির মালিক। আগামী ২১ মে বাউফল উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে বাড়ির গেছে এমনটাই লিখেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিন।

বিজ্ঞাপন

রোববার (১৯ মে) বিএনপির এই নেতার বাড়ির সামনে এমনটি দেখা গেছে। 

জানা গেছে, আগামী মঙ্গলবার অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে বিভিন্ন মার্কার প্রার্থী ও প্রচারকর্মীরা যেন তার বাসায় গিয়ে ভোট চাইতে না পারেন সে জন্য তিনি বাড়ির গেটে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লিখে প্লাকার্ড ঝুলিয়েছেন। 

বিজ্ঞাপন

বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেনিন বলেন, ‘যেহেতু আমি বিএনপি নেতা, আমার দল এ সরকারের সময়ে সব ধরনের নির্বাচন বর্জন করেছে। আমি ভোট দেব না, আমার কাছে কেউ ভোট চাইলে বিব্রতবোধ করি। তাই এ পরিস্থিতি এড়াতে আমি বাসার গেটে এ ধরনের লেখা সাঁটিয়ে দিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, ‘বাংলাদেশে নির্বাচনের আইনে কজন ভোট নাও দিতে পারেন। কিন্তু অন্যকে ভোট দিতে বাধা দেওয়া ও নিরুৎসাহী কারলে তিনি দোষী হবেন। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission