দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা রোববার মধ্যরাতে শেষ হয়েছে। প্রচারণার শেষদিনে প্রার্থীরা ব্যস্ত সময় পার করেছেন। সকাল থেকে রাত পর্যন্ত সক্রিয় ছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ছুটেছেন প্রার্থীদের দ্বারে দ্বারে। দিয়েছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি।
সরেজমিনে সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রার্থীরা যার যার মতো করে যে যেখানে পেরেছেন নির্বাচনী প্রচারণা করেছেন। প্রচারণার শেষ দিনে নোয়াগাঁ ২নং ওয়ার্ডে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুর সমর্থকরা দিনের শেষবেলায় নোয়াগাঁয়ে ব্যাপক গণসংযোগ করেন। এ ছাড়াও বাকি তিন প্রার্থীও বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করেছেন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বলেন, ‘আমি নির্বাচিত হলে জনগণের সুখ-দুঃখের অংশীদার হবো। এলাকার উন্নয়নে সর্বাত্মক কাজ করে যাব।’
যদিও ভোটাররা বলছেন, তারা এবার সত, দক্ষ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। যে প্রার্থী এলাকার মানুষের জন্য কাজ করবেন তাকেই ভোট দেবেন বলে জানিয়েছেন তারা।
জানা যায়, সোনারগাঁয়ের ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ঘোড়া প্রতীকে, বর্তমান ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু আনারস প্রতীকে, সোনারগাঁ যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু মোটরসাইকেল প্রতীকে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে মাঠে রয়েছেন। এ নির্বাচনে সোনারগাঁয়ে মোট ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, আগামী ২১ মে মঙ্গলবার সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।