• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

নীলফামারীতে বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ১

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ মে ২০২৪, ১১:৩০
নীলফামারীতে বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ১
ছবি : আরটিভি

নীলফামারীর সৈয়দপুরে বিষ্ণুমূর্তিসহ শফিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১৯ মে) সৈয়দপুর থানা-পুলিশ ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

বিষ্ণুমূর্তিটি ভারতের পাচারের উদ্দেশ্যে বাড়িতে লুকিয়ে রেখেছিলেন বলে জানান শফিকুল।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গ্রেপ্তার শফিকুল সৈয়দপুর উপজেলার কাশীরাম বেলপুকুর ইউনিয়নের পুকুরপাড়ার খলিল উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর একটি দল শনিবার বেলা ৩টার দিকে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে অভিযান চালায়। এ সময় ওই ইউনিয়নের পুকুরপাড় গ্রামের শফিকুলকে বাড়ি থেকে আটক করে।

পরে তার দেওয়া তথ্যমতে, ঘরে রাখা কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করে র‌্যাব। ভারতে পাচারের উদ্দেশ্যে এই মূর্তিটি রাখা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল স্বীকার করেন।

পুলিশ জানায়, মূর্তিটির দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং প্রস্থ ৬ ইঞ্চি। বাজারের আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা। এ ঘটনায় রোববার সৈয়দপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

সৈয়দপুর থানার ওসি শাহা আলম বলেন, ‘গ্রেপ্তার ওই ব্যক্তিকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৈয়দপুরে ৯০ আ.লীগ নেতাকর্মীর নামে মামলা  
সৈয়দপুরে বিআরটিসি বাসের ধাক্কায় যুবকের মৃত্যু  
গুলির যন্ত্রণায় হাসপাতালে ছটফট করছেন ৮ আন্দোলনকারী
নীলফামারীতে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার