• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বান্দরবানে কেএনএফের বিরুদ্ধে বম জনগোষ্ঠীর মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ মে ২০২৪, ১৩:৫৩
বান্দরবানে কেএনএফের বিরুদ্ধে বম জনগোষ্ঠীর মানববন্ধন
ছবি : আরটিভি

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কেএনএফের বিরুদ্ধে মানববন্ধন করেছেন বম সম্প্রদায়ের লোকজন।

রোববার (১৯ মে) বিকেলে জেলা শহরের উজানী পাড়া ইসিসি কমপ্লেক্সের সামনে মানববন্ধনে অংশ নেন শত শত নারী-পুরুষ, শিক্ষার্থী ও শিশুসহ সাধারণ বমরা।

এ সময় বক্তারা বলেন, কেএনএফ মানে বম নয় আর বম মানেই কেএনএফ নয়। এই কেএনএফ সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যকলাপের কারণে সাধারণ বম জনগোষ্ঠীর মানুষজন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের কারণে ‘বম জনগোষ্ঠী’ এখন ভয়ে নিজ বাড়ি ছেড়ে জঙ্গলের আশ্রয় নেওয়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রম থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছে।

এ সময় মানববন্ধনে বক্তারা আরও বলেন, বম পাড়াগুলো আজ জনশূন্য। খাদ্য সংকটে পড়েছে অনেকে। আমরা যারা সাধারণ বম জনগোষ্ঠী আছি তারা নিজেদের পরিচয় পর্যন্ত দিতে পারছি না। আমরা স্বাভাবিকভাবে বাঁচতে চাই। আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড চাই না। কেএনএফের কর্মকাণ্ডও আমরা পছন্দ বা সমর্থন করি না। আমরা চাই প্রকৃত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। তাদের কারণে যাতে কোনো সাধারণ বম জনগোষ্ঠী হয়রানির শিকার না হন সেজন্য সরকারের প্রতি আবেদন জানাচ্ছি।

মানববন্ধনে বক্তারা কেএনএফ সন্ত্রাসীদের লুট করে নেওয়া আইন শৃঙ্খলাবাহিনীর অস্ত্র দ্রুত ফেরৎ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। এ সময় বম সম্প্রদায়ে নেতারা মানববন্ধনে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে ডাকাতি,ম্যানেজারকে অপহরণ,মসজিদে হামলা এবং পুলিশের অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় ৫টি মামলা দায়ের করা হয় এবং ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় চারটি মামলা দায়ের হওয়ার পর পুলিশ অভিযান পরিচালনা করে। এ পর্যন্ত ৯টি মামলায় ২৫জন নারীসহ ৮৭জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর ৬ এপ্রিল থেকে রুমা, রোয়াংছড়ি ও থানচিতে যৌথবাহিনীর অভিযান চলছে এবং এখনও চলমান রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৫৬ নাগরিকের অনুপ্রবেশ
বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
বান্দরবানের সেরা ১০টি দর্শনীয় স্থান
বান্দরবান সীমান্তে ৮১ রোহিঙ্গা আটক