• ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১
logo

চান্দিনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ২০ মে ২০২৪, ১৪:৩৩
চান্দিনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
ছবি : আরটিভি

কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় জামসেদ আহমেদ ও শাহজালাল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার(২০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চান্দিনা-রামমোহন সড়কের উদালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চান্দিনা পৌরসভাস্থ ছায়কোট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কুয়েত প্রবাসী মো. জামসেদ আহমেদ (৩৬) ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহজালাল (৩২)।

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ জানান, সকালে ছায়কোট থেকে মাছের রেনু আনার জন্য আলিকামোড়া গিয়েছিল জামসেদ ও শাহজালাল। পিকআপ দিয়ে মাছের রেনু পাঠিয়ে তারা দুজন মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। তারা উদালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লার মহিষমারা উচ্চবিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসব
কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল গ্রেপ্তার
রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত