নরসিংদীতে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত
ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদীর শ্রীনিধি রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে।
সোমবার (২০ মে) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মেথিকান্দা রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন ভূঁইয়া।
রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রেন ভৈরব স্টেশন অতিক্রম করে শ্রীনিধি স্টেশনে প্রবেশের সময় ট্রেনের পেছনের বগির বাম পাশের একজোড়া চাকা লাইনচ্যুত হয়।
এ সময় বিকট শব্দ করে ট্রেন থেমে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মেথিকান্দা রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন ভূঁইয়া।
তিনি বলেন, ‘ডাউন লাইনে (বিকল্প লাইন) ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। বিকেলের মধ্যেই মালবাহী ট্রেনের বগি উদ্ধার করা হবে।’
মন্তব্য করুন