• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

সুনামগঞ্জে চেলা নদীতে বজ্রপাতে ২ বালুশ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ মে ২০২৪, ১৬:১১
সুনামগঞ্জে চেলা নদীতে বজ্রপাতে ২ বালু শ্রমিকের মৃত্যু
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নরসিংপুর ইউনিয়নে চেলা নদীতে বজ্রপাতে ২ বালুশ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলানদীর সোনাপুর-পূর্বচাইরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ছাতকের ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও (গণেশপুর) গ্রামের আনছার উদ্দিনের ছেলে দুলন মিয়া (২৮) ও বাহাদুরপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে কদ্দুস মিয়া।

এ ঘটনায় আরও অন্তত ৫ থেকে ৭ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালেও স্টিলবডি নৌকা নিয়ে চেলা নদীতে বালু উত্তোলন করতে আসে দুলন মিয়া, কদ্দুস মিয়াসহ আরও কয়েকজন। সকালে বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলন মিয়া ও কদ্দুস মিয়াকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান।

তিনি বলেন, চেলা নদীতে বজ্রপাতে ২ বালুশ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। মরদেহ হাসপাতালে রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুনামগঞ্জে নাক-কান কাটা যুবকের মরদেহ উদ্ধার, আটক ৩
সুনামগঞ্জ সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ
সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত, পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির প্রতিবাদ
সুনামগঞ্জে সাবেক মেয়রসহ ৫ নেতা দুদিনের রিমাণ্ডে