চরাঞ্চলে উপজেলা নির্বাচনী এলাকায় কোস্টগার্ড মোতায়েন
চাঁদপুরে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্রিফিং প্যারেড করেছে প্রশাসন। অন্যদিকে চাঁদপুর সদর উপজেলার চরাঞ্চলের ইব্রাহিমপুর ও রাজরাজেশ্বর ইউনিয়নে মহড়া শুরু করেছে কোস্টগার্ড।
সোমবার (২০ মে) সকালে ২০ সদস্যবিশিষ্ট ২টি কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। এ ছাড়া কোস্টগার্ডের ৬টি হাইস্পিড বোট সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। কোস্টগার্ডের এসব কার্যক্রম নির্বাচনের দুইদিন আগে থেকে নির্বাচনের পর পর্যন্ত চলমান থাকবে বলে জানান কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তাকিউল আহসান।
এদিকে চাঁদপুর স্টেডিয়ামে নির্বাচনী আইনশৃঙ্খলা ব্রিফিং প্যারেডে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন, জেলা আনসার কমান্ডার উজ্জ্বল কুমার পাল।
চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে প্রায় ২ সহস্রাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।
মন্তব্য করুন