এক ভাইয়ের কর্মীর আঙুল কেটে নিলো আরেক ভাইয়ের কর্মীরা
টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় তিনজনকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় মিজান নামে এক ব্যক্তির হাতের দুইটি আঙুল কেটে বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা।
সোমবার (২০ মে) দুপুরে উপজেলার বলিভদ্র ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নির্বাচনে হেরে যাওয়া ঘোড়া প্রতীকের প্রার্থী হারুনার রশিদ হীরার কর্মীরা তপনের দোয়াতকলম প্রতীকের কর্মীদের ওপর হামলা চালায়। এতে আহত হন মিজান, সিরাজ ও আক্কাস।
আহত সিরাজ ও আক্কাছ আলী জানান, গত ৮ মে তারা ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে এমপি ড. আব্দুর রাজ্জাকের মামাতো ভাই খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন দোয়াতকলম প্রতীকে নির্বাচন করেন। অপরদিকে এমপির মামাতো ভাই হারুনার রশিদ হীরা ঘোড়া প্রতীকে নির্বাচনে অংশ নেন। দুজনেই নির্বাচনে পরাজিত হন। এ নিয়ে কর্মীদের মাঝে উত্তেজনা চলতে থাকে।
পরে সোমবার দুপুরে খিলপাড়া এলাকায় হারুনার রশিদ হীরার কর্মী রেজাউল, রানা ও তার সহযোগীরা দা, কুড়াল ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে তপনের কর্মীদের ওপর হামলা করে। এতে আহত হন মিজান, সিরাজ ও আক্কাস। এ সময় আহত সিরাজের দুইটি আঙুল কেটে ফেলে সন্ত্রাসীরা। পরে আহতদের চিৎকারে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
হারুনার রশিদ হীরার কর্মী রেজাউল, রানা বা তার সহযোগীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
হামলার সত্যতা স্বীকার করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন