এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র দুটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ১০:৩০ এএম


এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র দুটি
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়া শহীদ স্মৃতি কলেজ কেন্দ্রের ৫নং বুথে এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র দুটি। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ মে) সকাল থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখে গেছে, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের এ নির্বাচনে ভোটার উপস্থিতি সকাল থেকেই কম। অধিকাংশ কেন্দ্রগুলোতে সুনসান নিরবতা বিরাজ করছে। নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তারা কিছুটা অলসভাবে সময় পার করছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা। 

জেলার কসবা ও আখাউড়া এ ২ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ২৩৬ জন।

বিজ্ঞাপন

কসবায় ভোটার রয়েছে ২ লাখ ৮১ হাজার ৩৬৬ জন এবং আখাউড়ায় ১ লাখ ২৭ হাজার ৮৭০ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৯টি। 

শহীদ স্মৃতি কলেজের প্রিসাইডিং অফিসার মো. আল-আমিন বলেন, ‘টোটাল কেন্দ্র এক ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ১০০। ৫নং বুথে প্রথম ঘণ্টায় দুটি ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করছি।’

এখন পযর্ন্ত দুই উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission