লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
লক্ষ্মীপুরে পিকআপভ্যানের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২০ মে) রাত সাড়ে ১০টায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সটকা সাঁকো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজ সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামের নুরুল আমিন ড্রাইভারের ছেলে।
তিনি সোলার গ্রুপ ও ব্লিং বিপণন (মার্কেটিং) কর্মকর্তা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কমলনগর থেকে সিরাজুল ইসলাম মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সিরাজ ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) নিজাম ভূঁইয়া।
তিনি বলেন, মরদেহ সদর হাসপাতালে রয়েছে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন