• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

২ ঘণ্টায় ৩ ভোট

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ মে ২০২৪, ১২:২৭
২ ঘণ্টায় মাত্র ৩ ভোট
ছবি : আরটিভি

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের কালিহাতী, ভূঞাপুর ও ঘাটাইল এ তিন উপজেলায় ভোট গ্রহণ চলছে। এরমধ্যে ভূঞাপুর উপজেলার একটি কেন্দ্রে ১ ঘণ্টায় মাত্র ২টি ভোট এবং উপজেলার টেপিবাড়ী উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি নারী বুথে ২ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৩টি।

সরেজমিনে মঙ্গলবার (২১ মে) সকাল ৯টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের মহিলা বুথ কক্ষে এ ২টি ভোট পড়েছে বলে জানান সহকারী প্রিসাইডিং অফিসাররা। এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

এ ছাড়া কেন্দ্রের একটি পুরুষ কক্ষে ভোট পড়েছে ১২টি। অপরদিকে ভূঞাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের নারী কক্ষে ভোট পড়েছে ২২টি এবং পুরুষ একটি কক্ষে ভোট পড়ে ৪৮টি ওপরে।

অপরদিকে, টেপিবাড়ী উচ্চবিদ্যালয়ে কেন্দ্রে মোট ১১টি বুথে ২টায় ভোট পড়েছে ২৩২টি। তারমধ্যে এ কেন্দ্রের একটি কক্ষের নারী বুথে ২ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৩টি। একই চিত্র বলরাম উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতিতেও। এ কেন্দ্রে ২ ঘণ্টায় একটি বুথে ভোট পড়েছে ৪টি।

ভূঞাপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে কেন্দ্রে প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, সকালে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। তাই কম ভোট পড়ছে।

তিনি বলেন, আমার কেন্দ্রে নারীর ভোটার রয়েছেন ২ হাজার ৬৮৮ জন।

ভূঞাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার লুৎফর রহমান বলেন, তার কেন্দ্রে পুরুষ রয়েছেন ভোটার ২ হাজার ৫৮টি। বেলা সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ৪২টির মতো ভোট পড়েছে।

টেপিবাড়ী উচ্চবিদ্যালয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. জাফর ইকবাল জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। তবে ভোটারের উপস্থিতি সন্তোষজনক না। একটি নারী বুথে ২ ঘণ্টায় ৩ ভোট পড়ে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে বলে আশা করছি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূঞাপুরে সাইফুল হত্যা, প্রধান আসামি তিন দিনের রিমান্ডে
নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা, ভূঞাপুর পৌরসভার অধিকাংশ বাড়িতে পানি
কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা 
টাঙ্গাইলে আওয়ামী লীগের ৪ কাউন্সিলরকে গণপিটুনি