• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

নাতির হাত ধরে ভোটকেন্দ্রে বৃদ্ধ নবাব 

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ মে ২০২৪, ১৪:৪৬
নাতির হাত ধরে ভোটকেন্দ্রে বৃদ্ধ নবাব 
ছবি : আরটিভি

বয়স আশির বেশি। বয়সের ভারে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছেন না। নাতির হাতের ওপর ভর করে ভোট দিতে এসেছেন নওগাঁর আত্রাই উপজেলার জাত-আমরুল এলাকার নবাব আলী।

বুধবার (২৯ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নওগাঁর রানীনগর ও আত্রাই দুই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে দুই উপজেলায় ভোটারদের মধ্যে উৎসব বিরাজ করছে। আর আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সজাগ।

আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে আহসানউল্লাহ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে ৬নং পুরুষ কক্ষে নাতির হাত ধরে লাঠিতে ভর করে ভোট প্রদান করেছেন আশি বছর বয়সি বৃদ্ধ নবাব আলী। তিনি জানান, বয়সের ভারে লাঠি ছাড়া চলাফেরা করতে পারেন না তিনি। এ অবস্থায় ভোটের দিন ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দিতে পারলে নিজের কাছে অস্বস্তি লাগবে বলে কেন্দ্রে এসেছেন তিনি।

এ সময় নাতিপুতিদের সঙ্গে নিয়ে তাদের হাত ধরে ভোটকেন্দ্রে এসে নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন বলে উচ্ছ্বাস প্রকাশ করেন এ বৃদ্ধ। ভোট প্রদানে কোনো প্রকার সমস্যা হয়নি বলেও জানান তিনি।

তিনি আরও জানান, একজন ভোটারের কাছে ভোট হলো নাগরিক অধিকার। তিনি তার অধিকার প্রয়োগ করেছেন মাত্র। ভোটকেন্দ্রের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক থাকায় ভোট দানে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি তাকে। ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পেরে তিনি খুব খুশি।

আহসানউল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার পি এম কামারুজ্জামান বলেন, সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রটিতে ১৯৫টি ভোট পড়েছে। কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা ১৯৯৫ জন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বেড়েছে।

এ দিকে নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, দুপুর ১২টা পর্যন্ত রানীনগর উপজেলায় ১৮ দশমিক ৮৬ শতাংশ আর আত্রাই উপজেলায় ১৮ দশমিক ৯২ শতাংশ ভোট পড়েছে। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ সময় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম ভোটকেন্দ্রে সমানে সমান কমলা-ট্রাম্প
ভোটকেন্দ্র দখল করতে যাওয়া চবি ছাত্রলীগের ২৩ জনকে শোকজ
নির্বাচনের ২০ দিন পর ভোটকেন্দ্রে পাওয়া গেল ২১০০ ব্যালট
অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ, এজেন্টের ৬ মাসের কারাদণ্ড