ভোট দিয়ে ফেসবুকে ব্যালটের ছবি দিলেন প্রার্থী
গোপন কক্ষে ভোট দিয়ে সেই ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া এক প্রার্থীর বিরুদ্ধে। ওই প্রার্থী পোস্ট দেওয়ার পর ফেসবুকে সেই ছবি ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২১ মে) সকালে এস এম মিলন নামের ফেসবুক আইডি থেকে পোস্ট করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মিলন হোসেন।
দেখা যায়, প্রার্থী মিলন তার নিজের ‘বই’ প্রতীকে ভোট দিয়েছেন। সেই ছবি ফেসবুকে পোস্ট করেছেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ বলেন, ‘ব্যালট পেপারের বিষয়টি গোপনীয়। এটি ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার সুযোগ নেই। যদি কেউ ফেসবুকে পোস্ট করে থাকে তাহলে নির্বাচনী অনুসন্ধানী টিম বিষয়টি দেখবে।’
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে গাইবান্ধা সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য করুন